- Time (সময়)
- Talent (ব্রেইন)
- Tears (আবেগ বা স্পিরিট)
৪০ বছর এর বেশি যাদের বয়স তারা সাধারণত ‘ইকোনমিক্যালি রিচ’ হয় । কিন্তু তরুণদের খুব বেশি টাকা না থাকলেও, হাতে সময় থাকে তাই তাদেরকে ‘’টাইম বিলিওনিয়ার’’ বলা হয়। মানে তরুনরা অলরেডি ‘Time Rich’ এবং এই সময়টাতে নিজের আগ্রহের বিষয় নিয়ে কাজ করার মত সামনে পর্যাপ্ত সময় থাকে। দুঃখজনক ব্যাপার হলো, আমরা তরুণরা ব্যস্ত থাকার ভান করি অনেক সময়।
ব্রেইন সাইন্স বলে আমরা যা দেখি বা করি, সেগুলোই বেশি বেশি আমাদের সামনে আসে। একটু সহজ করি, যেমন ফেইসবুক এ আমরা যে ধরনের কনটেন্ট এ লাইক/কমেন্ট দেই সেগুলোই বেশি বেশি আমাদের টাইমলাইন এ আসতে থাকে। ঠিক আমাদের লাইফ বা ক্যারিয়ারেও। আপনি যে দিকে ফোকাস করবেন এবং লেগে থাকবেন সেদিকেই অপরটুনিটি বাড়তে থাকবে। সাইন্স বলে, তরুণ বয়সে ব্রেইনের প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে। নতুন নতুন ক্রিয়েটিভ কাজে ব্রেইনের নিউরন উদ্দীপ্ত হয় যেটা মানসিক স্বাস্থের জন্যও উপকারী।
- সেলফ ডেভেলাপমেন্ট এর জন্য তরুণদের সময় বের করা দরকার। কিভাবে আপনার Goals গুলো নিয়ে কাজ করার জন্য সময় বের করবেন এর উপর Make Time Book টা পড়ে দেখতে পারেন।
- এই সময়টা আসলে আমার কাছে মনে হয় ভালো ভালো অভ্যাস গঠন করার জন্য খুব উপযুক্ত সময়। কিভাবে খুব সহজেই কোন অভ্যাস গঠন এবং বাজে অভ্যাস ত্যাগ করতে পারেন এর জন্য @Atomic Habits বইটা এই ক্যাটাগড়িতে খুবই জনপ্রিয়।
- আমাদের সবচেয়ে বড় হিডেন পাওয়ার হলো আমাদের ‘ব্রেইন’। ব্রেইনকে আমাদের বডির কনট্রোল টাওয়ার ও বলা হয়ে থাকে। ব্রেইন এর কার্যকারিতা আরো কিভাবে বাড়ানো যায় এর জন্য ব্রেইন কোচ @Jim Kwik এর Youtube ভিডিও গুলো দারুন হেল্পফুল।
ফাইনালি ‘3T’ এর শেষ ‘T’ হলো Tears যেটাকে বলছি আবেগ বা স্পিরিচুয়াল এনার্জি। আমাদের কাজগুলোর সাথে আমাদের আবেগ এবং ভালোবাসাও যোগ করতে হবে। হতাশা আসবে এটা মেনে নিইয়েই কাজ চালিয়ে যেতে হবে। কে কি বলবে এটা নিতে আমরা অনেক বেশি চিন্তা করি অনেকেই। নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকার মত সময় এখন আসলে কারো হাতে নাই। নিজের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করুন। হতাশা কাজ করলে মনের আবেগ নিয়ে আবার ঘুরে দাড়াঁন। বর্তমানে চাকরি বা দেশের ইকোনমিক অবস্থা নিতে অনেকেই চিন্তিত। ছোটবেলায় স্কুল এ পড়েছি ‘’সম্পদ সীমিত’’। আসলে আল্লাহর দুনিয়ায় সম্পদ অসীম কিন্তু ‘বন্টন সীমিত’। সবধরণের ভয় ভীতি মন থেকে ফেলে দিয়ে সফল হওয়ার জন্য অলসতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
🎯 Great things will happen if you can utilize your time and emotions and maximize your talent in good direction. ইয়ুথদের লাইফ এবং ক্যারিয়ার এ সাফল্যের জন্য ‘3T’
Time (সময়)
Talent (ব্রেইন)
Tears (আবেগ বা স্পিরিট)
৩৫ এর বেশি যাদের বয়স তারা সাধারণত ‘ইকোনমিক্যালি রিচ’ হয়। কিন্তু তরুণদের খুব বেশি টাকা না থাকলেও, তাদেরকে ‘’টাইম বিলিওনিয়ার’’ বলা হয়। মানে ইয়ুথরা অলরেডি ‘Time Rich’ এবং এই সময়টাতে নিজের আগ্রহের বিষয় নিয়ে কাজ করার মত সামনে পর্যাপ্ত সময় থাকে।
ব্রেইন সাইন্স বলে আমরা যা দেখি বা করি, সেগুলোই বেশি বেশি আমাদের চোখের সামনে ভাসতে থাকে।একটু সহজ করি, যেমন ফেইসবুক এ আমরা যে ধরনের কনটেন্ট এ লাইক বা কমেন্ট দেই সেগুলোই বেশি বেশি আমাদের টাইমলাইন এ আসতে থাকে।
ঠিক আমাদের লাইফ বা ক্যারিয়ারেও। আপনি যে দিকে ফোকাস করবেন এবং লেগে থাকবেন সেদিকেই অপরটুনিটি বাড়তে থাকবে। সাইন্স বলে, তরুণ বয়সে ব্রেইনের প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে। নতুন নতুন ক্রিয়েটিভ কাজে ব্রেইনের নিউরন উদ্দীপ্ত হয় যেটা মানসিক স্বাস্থের জন্যও উপকারী।
আমাদের সবচেয়ে সেলফ ডেভেলাপমেন্ট এর জন্য তরুণদের সময় বের করা দরকার। কিভাবে আপনার Goals গুলো নিয়ে কাজ করার জন্য সময় বের করবেন এর উপর Make Time: How to Focus on What Matters Every Day বইটা পড়ে দেখতে পারেন।
এই সময়টা আসলে আমার কাছে মনে হয় ভালো ভালো অভ্যাস গঠন করার জন্য খুব উপযুক্ত সময়। কিভাবে খুব সহজেই কোন অভ্যাস গঠন এবং বাজে অভ্যাস ত্যাগ করতে পারেন এর জন্য James Clear এর Atomic Habits বইটা এই ক্যাটাগড়িতে খুবই জনপ্রিয়।
আমাদের সবচেয়ে বড় হিডেন পাওয়ার হলো আমাদের ‘ব্রেইন’। ব্রেইনকে আমাদের বডির কনট্রোল টাওয়ার ও বলা হয়ে থাকে। ব্রেইন এর কার্যকারিতা আরো কিভাবে বাড়ানো যায় এর জন্য ব্রেইন কোচ Jim Kwik এর YouTube ভিডিও গুলো দারুন হেল্পফুল।
‘3T’ এর শেষ ‘T’ হলো Tears যেটাকে বলছি আবেগ বা স্পিরিচুয়াল এনার্জি। আমাদের কাজগুলোর সাথে আমাদের আবেগ এবং ভালোবাসা যোগ করতে হবে। হতাশা আসবে এটা মেনে নিইয়েই কাজ চালিয়ে যেতে হবে। কে কি বলবে এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি অনেকে সময়। কারো হাতে নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকার মত সময় এখন আসলে নাই।
তাই নিজের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করুন। বর্তমানে চাকরি বা দেশের ইকোনমিক অবস্থা নিয়ে অনেকেই চিন্তিত। ছোটবেলায় স্কুল এ পড়েছি ‘’সম্পদ সীমিত’’। আসলে আল্লাহর দুনিয়ায় সম্পদ অসীম কিন্তু ‘বন্টন সীমিত’। এগিয়ে যাওয়ার জন্য অলসতা এবং Inner Critic এর বিরুদ্ধে আজই রুখে দাড়ান।
🎯 Great things will happen if you can ‘utilize’ your time and emotions and ‘maximize’ your talent in good direction